এলো বাজেট ! মানুষের বাড়ে চিন্তা-খেদ
“আচ্ছা দিন আয়গা” ,”গুড্- ফিল্” ,
তবুও মানুষ বড়ো শক্ত. কষ্টভোগে তিল-তিল
প্রেমে খেতে পারে দিলেও-কিল্ ।
মন ভালোবাসায় উঠলে তুঙ্গে
তারা যুক্তি-তর্ক দেয়, নানা রঙ্গে ।
দুধ-চাল-ডাল খাদ্য, সব নিয়ে
ঔষধ -জালানি -ইন্ধন
চড়াদামের ; জনতা করে ক্রন্দন ।


মান্ধাতার হাতঠেলা -দুঃখ-কষ্ট মেলা
চাই উন্নতির আবহাওয়া -
কিছু লোকের জীবন ভেস্তে যাওয়া
কি আসা-যায় ?
এ যে উন্নতির বাজেট নিশ্চয় !


তাই দোষামোদীরা বলে, পাবে প্রতি বছর
কোটি-কোটি চাকরী,- আছে সুখবর ,
এই বুঝি সুযোগ এলো
বেকার ছেলেটা কর্ম পেল ,
হয়ে নিশ্চুপ, আনন্দে নাচ খুব !
মোহ কথায় শাসক- কুল পায়
সামনে মূলো ঝুলানো, থাক আস্থায় !!


(০৩-০২-২০২৩)