পারলকোটবাসী (দণ্ডকারণ্য)

পারলকোটবাসী (দণ্ডকারণ্য)
কবি
প্রকাশনী বর্ণালী প্রিন্টর্স এন্ড পব্লীশর্স, ভোপাল ম০ প্র০ ।
প্রচ্ছদ শিল্পী অপর্ণা সরকার
প্রথম প্রকাশ ডিসেম্বর ২০১৮
বিক্রয় মূল্য ৬৫-টাকা

ভূমিকা

আমার কথা-
আগে বাংলায় সমগ্র দণ্ডকারণ্য নিয়ে সরকারী পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে, তার ভিতর বেশির ভাগ লেখা সরকারের বিজ্ঞপ্তি ও কর্ম বিষয়ক কথা নিয়ে লেখা ।
পারলকোট নিয়ে এর আগে জন সাধারণের মহত্বে লেখা হয় নাই । আমার অনেক দিনের অন্তরে বাসনা ছিল পারলকোট নিয়ে কিছু লিখি বিশেষ করে প্রথমাবস্থায় যে ভয়ংকর পরিবেশ দেখেছি তাহার প্রতিচ্ছায়া লিখি তবে সঠিক বর্ণনা করা দুঃসাধ্য ব্যাপার ! জলা জমির বাঙালি, একদম রুক্ষ পরিবেশে দিশা হীন পরিস্থিতিতে পড়ায় এবং চীন ভারতের যুদ্ধ চলা কালীন যে অসহায় পরিবেশ সৃষ্টি হয়, তা’ ভুলিবার নয় । বাবা বলতেন, 'আমরা মারা যাব তবে ভানুপ্রতাপপুর ও এ মৃত্যু সংবাদ পৌঁছবে না !'
কাব্যগ্রন্থটি জনমানসে তুলে ধরলাম, মনে ধরিলে আমি পরম চরিতার্থ হব ৷
এর পূর্বে আমার কাব্য গ্রন্থ ,ভাগ-১, ভাগ-২, ভাগ-৩ ও ভাগ-৪ প্রকাশ পেয়েছে, এখন বঙ্গাব্দ ১৪২৪ সাল (ইংরাজী ৬ অক্টোবর ২০১৮)আমার কাব্য গ্রন্থ পারলকোট (দণ্ডকারণ্য) প্রকাশিত হল ।

উৎসর্গ

আমার ভাইপো ( পিতা সন্তোষ কুমার সরকার, মাতা শ্রীমতী রাধা রানী সরকার ) তাঁর ছাত্র জীবন বি,এ দ্বিতীয় বর্ষ বিবেকান্দ কলেজ মুম্বাই, সেথা পঠন কালে হঠাৎ দুরারোগ্য ব্যাধিতে
আক্রান্ত হয় ,দীর্ঘ দিন রোগ ভোগের পর ১২-০৮-১৯৮৬ তার মৃত্যু ঘটে ।
সে একাধারে মেধাবি ছাত্র ও খেলাধূলায় খুবই ভাল ছিল
সে তাঁর পিতার জ্যেষ্ঠ সন্তান । তাঁর অকাল মৃত্যুতে
পরিবার ও পরিজন মর্মাহত, তাঁর স্মৃতিতে আমি এই কাব্য গ্রন্থ পারলকোট (দণ্ডকারণ্য), তাঁর নামে উৎসর্গ করলাম ।