সাধরণ মানুষ কালোতে তটস্থ
জ্ঞানী ,আলোর সন্ধানে লেগে
জীবনে অনেক তাঁরা বাড়বাড়ন্ত
জানতে চায় অন্ধকারের মহত্ত্ব ।
কিছু মহা বোধের লোক ,
ছলা কলায় সুখ ভোগে স্বর্গলোক
বলে, ‘সাদা ভালবাসি’ ,
আসলে, সচেতনায় কালো রাশি রাশি ।
স্বভাব যায় না সমাজ মাঝে
ধরে সূক্ষ্ম বিচার প্রতি ছল কাজে ,
এই হল মানব উত্থানে মহারোগ
করে এক , ফল ভোগে সবলোক ।
জন্মেই শিখেছে কালো কালো
যদি ক্ষমতায় ওঠে কালে-ভদ্রে
বোঝে কালোটাকা সবচেয়ে ভাল ,
কত বাড়ে মান-প্রতিপত্তি
জীবনে ফেরে তার নবজ্যোতি ।

(২৭-০৮-২০২২)
(দিনাংক ২৭-০৮-২০২২) “এখন আর ভয় কীসে ?-(ব্যঙ্গ)” কবি প্রণব লাল মজুমদার > তাঁর কাব্যে মুগ্ধ হয়ে কবিতাটি শ্রদ্ধেয় প্রিয় কবিকে উৎসর্গ করা হল ।