টক-টক তেতো-তেতো,
আরো আছে সুস্বাদু মিষ্টি
ভাবনা-কল্পনায় কত না পুষ্টি
কাব্য কথায় নাকি অদ্ভূত সৃষ্টি ,
আবার আছে কিছু নোনতা স্বাদ
ঝালকে কেন রাখা কাব্যতে বাদ ?


সব স্বাদ সহ্য হয় ঝাল মোটে না
ঝাল যে খেলে পরে পুড়ে যায় গা ,
মাথা ব্যথা চিৎকার, অসহ্য ভাব
ঝালমত কাব্য ভাষা হয় না মাপ ।
সহজে এই পথে যায় না কেউ
সজাগ সর্বদা কেন, জড়াবে ফেউ ?
ঝালের আছে গুণ কাজেতে মেলা
খুঁজলে মেলে কারণ, কত সে জ্বালা ।


জ্বালা বিনে সংসারে জ্ঞান অধুরা
সত্যতা জেনে লোকে হয় য়ে সেরা ।
মিষ্টি-মিষ্টি কথায় না শোক-তাপ ,
বাষ্পতে উড়ে যায় তার সব ভাব ।
ঝাল রয় ক্ষণিক, হৃদমাঝে টিকে ,
আর সব কথা কাজ বাস্তবে ফিকে ।


(২৮-১২-২০২১)