পশু আর মানুষে ভেদ আছে ,
মিলও আছে শারীরিক সংরচনায়
হৃদয় ,পাকস্থলী, ধমনী....ইত্যাদি ,
চোখ, কান, মাথা ,হাত- পা
এমনি মিল আছে অনেক অমাপা ।


মিল নাই সে সূক্ষ্ম মেধায় ;
আবিষ্কার ,ভাষাজ্ঞান-অতীত সংরক্ষণ  
স্মৃতি জড়িত ইতিহাস সৃজন ,
বোধে হিতাহিত ,লাভে মাতম
পশু অপারক মানব মতন ।


পশু এখনো নীচু তলার জীব
মানুষ বন থেকে যদিও আসে ,
তারা করে প্রগতি, হয় সজীব
কাটে নি বিপদ ! সভ্যতায়
কতনা পশুত্ব কর্ম ভরা তায় ।


ক্রূর-হিংসাপরায়ণ মানবতা ক্ষয়ে
মানুষ তারাও যাচ্ছে নীচে তলিয়ে ,
যদিও উপরে সুশ্রীরূপ, বিষ্ময়কর
মোহিত করা সে মানব সাজবেশ ,
ভিতরে বাস কত না দ্বেষ-বিদ্বেষ ।


মানুষের কর্মে বহু কিছু দেখা
কখনো হাড়ে-হাড়ে হয় শিক্ষা ,
দৈবাৎ সাক্ষাৎ ফাঁপরে যদি পড়া
চাক্ষুষ পশুত্বরূপ, পড়ে ধরা ।


(০২-১০-২০২২)