কর্ম স্থল, কয়লা খাদান-
করিবনা কখনো, সন্ধ্যাস্নান ,
ডুবিয়ে হাত, খাই ঘিভাত-
মুছে সারি, এঁটো হাত !
গৃহে আড়ম্বর, মচ্ছব, আস্থার-
হুল্লোড় থেকে, চাই নিস্তার !
পাকের ভিতর বসবাস -
ভরা চাই, সুগন্ধি বাতাস !


সবার উপকার ,চাই হাজার  -
ফেরতা বেলা- বাহানা জোরদার ৷
গাভীর লাথি, মোটে খাবনা -
আবার, দুধটি চাই ষোলআনা !
আলসেমিতে গড়াগড়ি -
পেতে যে চাই, গাড়ী বাড়ি ৷
সাপ নকুলে, দস্তি মিলে -
জীবনে চাই, সুখ কপালে !


গাড়ীটা চালাই, ব্রেক ফেল -
ভয় পাইনা, যেতে জেল !
খরস্রোতে ঝাঁপটি দিলে -
ফিরবো কি আর নদী কূলে ?


(ইং-১৭-০৭-২০১৭)