কবিতা তারা করে চিত্ত বিনোদন ,
এ শুধু নহে মোর প্রার্থনা -
চাই কিছু জীবন শিক্ষা
যেমন গানে মাতে লোক ,
সংস্কৃতে মেলে জীবনবোধের শ্লোক ;
তেমনি সুরেলা ভাষার কাব্যে
তার সদোপয়োগ, পঠনে হোক ।
যেমন তীর্থদর্শন,- দেয় পুণ্যি
ভক্তি মার্গের ফলা-ফল ,
পঠনে কাব্য প্রতি-- হলে ধ্যান
অবশ্য মেলে শুভফল ।


বড় অভাব সময় ! কবিতা পাঠে ,
তাই আশা করি কিছু তো জ্ঞানের খোরাক
যাক না তৃষিত পেটে ।
মাথার হজমশক্তি বড় দরকার
নইলে অপ্রকৃতিস্থ হয় যে সংসার ।


(০৭-১১-২০২৩)