ফুটবল, তা’ নিয়ে খেলছে মাঠে খেলোয়াড় ,
কারো দৃষ্টি গোলের দিকে
কেহ বা পাস্ দিচ্ছে কিকে,
মানবে না কোন হার খেলা প্রতিযোগিতায় ;
জেতায় আপ্রাণ করে চেষ্টা, সবে খেলায়  ।


বল কাটানো নিপুন কলায় কেহ বেশ রপ্ত ,
যতো ছিল তার পায়ে বল
যত্নে গোলে মারে সে বল ,
হয় না গোল, কিপারটা যে বড়ো দড়-শক্ত ;
তবু খেলায় পরাজয়ে হ’তে নেই উত্ত্যক্ত ।


মুখ্য ভাবনা খেলায় দলমাঝে চাই ভাইচারা ,
জীবনটা যে খেলা ,হারজিতে ভরা
নিয়ে না কোন ধর্ম,ভাষা চিন্তাধারা -
জয়ের তরে উদ্দম আর মনে চাই বিশ্বাস-সাড়া ;
জীবন খুশীতে কানায় কানায় ভরে ন্যারা-ন্যারা ।


সততায় খেলা,-আত্মবিশ্বাস মনে না কপট-ছল ,
মানবতার উথ্যানে ভরা মনোরথ
এটাই মুখ্য, নেই অন্য দিশা-পথ ,
ধৈর্য্য-অধ্যবসায়, জীবন হয় একদিন সফল ,
খেলুক, হিংসা রহিত সবখেলা ভুলে হলাহল ।


(১৫-০৯-২০২১)
বল > শক্তি , বল > ফুটবল । ন্যারা- ন্যারা > ভরপুর সুন্দর ।