মহামতি প্রকৃতিবিদ চার্ল্স ডার্বিন
বলেছেন, যারা দীন-দুঃখী-হীন ,
ওরা যে তুলনায় কমজোর যতো -
হবে তারা বড়োদ্বারা, অত্যাচারিত ৷


গাছের নিচের ছোট গাছ
সেরূপ, জলের ক্ষুদ্র মাছ ,
জগতের ছোট-ছোট প্রাণী -
বলবানের খোরাক তাও জানি ৷


বিজ্ঞরা ধাবমান , চলে- অগ্রে-
বাস, রম্য মহল, যেন স্বর্গে !
প্রকৃতি থেকে এসেছে এ বিচার ,
এভাবে চলিবে সারা সংসার !
ঘটে, বিজ্ঞ-মানুষের বেলায় !
চতুর এ নিয়ম কাজে লাগায় ৷
নানা ছলনা নীতি টেনে এনে ,
দুর্বলের বুকে শেল হানে !
তারপর আছে বাঁধা সব ধর্ম -
তারা অভিজ্ঞ বোঝে মর্ম !


আজ বা কাল, বড়োর ছোবল !
বিষে অবস্থান,অসাড় কেবল ৷
ছোট অন্যূনোপায়, যাবে কোথায় ?
মরো ! মার খেয়ে, বড়োর তাড়ায় !
মানুষ চায় কী, মুক্তি তায় ?
চাইলে গরীব, মুক্তি পায় !


(ইং-২৬-০৭-২০১৭)