বোধে খাটো ,পায় না ঠাহর
আদরে ডাকা ঈশ্বর ,
তাই বলে কি হবেন না প্রভু
দয়া ভাবে সোচ্চার ?


না ! তার বিপুল বাধা আছে
এই পুরুত, মোল্লার- দ্বারা
মুক্তি-উদ্ধারে বন্ধন- দোষ
গত কর্মে, পিছিয়ে তারা ।


ঈশ্বরবাণী বহন করেণ গুরু,
সব কাজের তাঁরা হোতা ,
ধর্ম নিয়ে কার কেমন ফল
মাত্র, তাঁরাই নীতির মাথা ।


জাত-উপজাত-গোত্র-বর্ণ  
ঈশ্বর আয়ত্তে- না দখল ,
তাঁকে ছাঁড়িয়ে সমাজ ব্যবস্থায়
ক্ষমতায় মাতব্বর আসল ।


ক্ষমতাবানের অনেক ছাড়
নীতি নিয়ে দেন ভাষণ ,
ব্যবস্থার জালে জড়িয়ে গরীব
সেথায় কেবল শোষণ ।


শিখায় তারে স্মরণ করায়
সহ্য একাল- মাতম ,
পর জীবনে সুখ-ই- সুখ
সমস্ত দুঃখ খতম ।


(১৫-০৯-২০২২)  
খতম > শেষ ।