এক গভীর অরণ্যে, পড়ে সেথা একা -
অসীম দুর্ভোগ ভোগী !ভাগ্যে বুঝি লেখা ,
বিপদ সঙ্কুল,ভয়াবহ ! নেই কোন সখা-
হঠাৎ বন মাঝে একদা, আলাদিনে দেখা !


সবিনয়ে জানাই, ওহে ! আলাদিন ভাই -
তোমার কাছে কিছু, জ্ঞান ভিক্ষা চাই ৷
প্রদীপ সংযোগে আংটি, সামান্য যেন ঘষে ,
অমনি অদ্ভূত-অদ্ভূত প্রাণী ,সম্মুখে ভাসে !


দোয়েল, ময়না, গান ধরে গাছের ডালে -
কুমির, অজগর, শিকারে চলে জলে ৷
ডাঁশ কাঁটাসী, উঁকুন, ছারপোকা মাছি-মশা-
সব জীব দেহে বসা, কাজ তার রক্ত শোষা !


শূকর, শকুন, ওরা চলে পচা ঘাঁটিতে ,
গাধা ধূলোয় গড়ায়, আনন্দে মাটিতে ;
ইঁদুর,ছুঁচো, চলে ফসলের জড় কাটিতে-
শ্লথ, তার চাই গাছ, চায় না সে হাঁটিতে ৷
কুকুর বিড়াল, হায়েনা শৃগাল, মড়া টানাটানি-
বাঘ-সিংহ, হক নিয়ে, করে খুনো-খুনি ৷


বলি ভাই, সব দেখালে, এখন মানুষ ?
আলাদিন বলে, নরে আছে বিচক্ষণ হুঁশ !
ধরে ছলা-কলা, যতো জাগতিক প্রাণী ,
নর ততোধিক কম্ম সারে, যদিও সে জ্ঞানী !!


(ইং-২৬-০৫-২০১৭)