বিকট সমস্যা ! প্রকট সবার ,
কর্মটা ভীষণ, জীবনে দরকার ৷
সব রকম সারিয়া আচার -
তবু হয় না কাজ, সাকার !


কারণ কি ,এ মহা মন্বন্তর ?
কেন নেই ,অবসর দেদার ?
কোথায় যোজনা খাটো !
কেন নেই চেষ্টা, আঁটো-সাঁটো ?


ক্ষতে যে শড়ন অবিরত ,
মরিছে, অভাব জ্বরে কত !
ঘুণ ধরেছে সমাজ জড়ে ,
কাঠামো যে বেজায় নড়ে !


বিনা ভূকম্পে, ধরাসাই !
সবার শুষ্ক গাল, হাই-ফাই ৷
এ কী রকম ! শাসন ঢেঁকি ,
ভারী অভাব ! খাবে কী ?
কিসের কমি ! কী নাই ?
জবাব চাই ? জবাব ছাই !!


(ইং-০২-০৬-২০১৭)