প্রাচীন সাধুটা ধর্মতে গোঁড়া
বোধ-বুদ্ধিতে অতি পরিপক্ক ,
অতীত শুধু আঁকড়ে ধরে--  
জীবনে চলাটা তাঁর লক্ষ্য ।
কি বা করেণ চলন ধারা
পায়ে হাজার বছরের বেড়ি ,
পূর্বপুরুষ যা বলে গেছেন
কেমনে দেবেন তা’ ছাড়ি ?


এদিকে বিজ্ঞান সে বলে
প্রাচীনে ছিল বহু ভুল ,
তেলে বেগুনে জ্বলে সাধু
ক্রোধানলে ফোঁসে অতুল ।
কত সাধুর কর্ম ধারায়
ভুগছে সমাজ অসীম
কত সংসার শেষ-ভষ্ম
সে দৃশ্যে হৃদয় হয় হিম ।


তন্ত্রমন্ত্রে রোগ সারতে
সাধু করেন অপকর্ম- প্রথায়
প্রতিফল! ঘানি টানে জেলে
তবু হুশ ফেরে না মাথায় ।


(১১-০৮-২০২২)