সুখ নিয়ে জীবন পার-  চলাটাই যেন ছুতোয়  ,
ত্যাগের বোঝায় পিষ্ট হতে আজ কেহ চায় না ;
অথচ, সহজে যদি সবকিছু প্রাপ্তি হাতের মুঠোয়
কে সহিবে পর সুখের সুযোগ দানে অশেষ যন্ত্রণা ?


গত গোটা ভারতবর্ষ স্বাধীনতা কালে, তাই ঘটে
উল্টো হয় সুখের সে পাশা ,
যাঁরা দেশহিতে ত্যাগেন জীবন- সাধ্য মত বটে ,
হায় ! তাঁদের আর পুরণ হ’ল না আশা ।


কত সুযোগ সন্ধানী বেড়ে চলে- যেন সুখের পায়রা ,
এ নীতির গুণে দেশমঙ্গলে কেহ কী হবেন আত্মহারা ?
অকাল ঝড়ে কত ঢলে , দেশ-মাটি ছাড়া !
তাই , স্বার্থনীতি দু’কূল ছাপিয়ে আজ পাগলপারা ।


(১১-১২-২০২২)