রং ধনু রঙে ভরা যে বাজার –
ক্রেতা চাই হাজারে হাজার ,
মেলে স্বপ্ন, মোহ-মায়া, ছায়া-
হলে দমক্ষমে ন্যায্য চাওয়া !
সম্ভার, ভরমার খরিদ্দার ,
বাজার হয় গুলজার !


সাধ্য কার, কে করে মানা ?
যায় কেনা করিয়া দেনা !
রোগ-শোক-তাপ, ব্যথা-
সাজানো বাজারে অযথা ;
দরকারে মড়া কান্নায় -
লোক মেলে ভাড়ায় !


ক্রয়ে, কল্কে-বতল-তাস ,
ব্যথা জড়ো, ছড়ায় সুবাস !
যদি করা, সুসময় অপচয় -
হেথায় দুঃখ-দর্দ কর ক্রয় !


হাতি ঘোড়া পালকি -
কেনা যায় ভেলকি ,
ছাই,ভষ্ম, ময়লা -
নিম তেতো করেলা !
যদি চাও তীর্থফল
তাও পাবে অবিকল !


বিজ্ঞাপনে বিক্রয়, তার দান ,
কেনার দিকে দাও ধ্যান -
ছাড় শুধু অভিমান -
কিনে বাড়াও, নিজ মান !


(ইং-১৯-০৬-২০১৭)
গুলজার > চমক,