সময় এসেছে জানার , কিছু করার ,
চতুর্দিক মনোহারী- ভরা রংধনু দৃশ্য
সময় বয়ে যায় অবহেলায় যারযার ,
স্বাস্থ্য-অর্থ- মন ধীরে-ধীর হয় নিঃস্ব ।


সময় সুযোগ যে নেই, এমন কথা নয় !
বাস্তবে অজানা সঠিক দিশা -
প্রতিটি কর্ম-মোড়ে চাই সতর্ক শিক্ষা
অন্যথায় হবে সে বিভৎস রূপ দেখা ।


এক তৈলদণ্ডে বাঁনর চড়ে
টাঙানো সে পাকাকলা খাবে বলে ,
লোভ করে ওঠে আর নামে -
অবুঝ ,এ কাজটা কী আসল কামে ?
অকালে সব প্রচেষ্টা যায় বিফলে ।


ইন্টার নেট জগৎ, ধরতে জ্ঞান
যদি হয় মেধা খাটো, অনজান ,
ধরার বুকে কানা মাছিসম- বাস
বৃথা খেটে-খেটে মরা বারটি মাস ।


(২২-১০-২০২২)