সময়ের সাথে তাল মিলিয়ে
জগতে চলার নিয়ম ,
সময়ে কালে অতীত নীতি হয়
নিয়মের বড়ো ধরম ।  


এখন এসেছে বৈজ্ঞানিক যুগ
নব চেতনার আগন্তুক ,
আদি অতীত প্রেমী জনসমূহ
এ সময় হয় যে ভাবুক ।


অহেতুক-অকারণ এ ধারা না
জ্ঞানীগুণীর লব্ধ ফল ?
প্রাচীন পন্থির জীবন আচরণে
এ এক জ্বালা ধরা কল ।


সময় তো লাগে গ্রহণে তা’
বিশেষ দোষের কিছু না ,
আজ না হয় কাল জাগবে জ্ঞান
সজগতা সব ভাবনা ।


আমরা ভাল বুঝি, নিজের ভালো
নিখাঁদ সবার এ বিশ্বাস ,
তবু কেন নানা ব্যাতিক্রম দেখে
মাঝে মাঝে হই হতাস ?


(২২-১০-২০২২)