ভোট আসলেই মনে কত অদ্ভূত ভাবনারা ফোটে
খুদ-কুড়ো আছে কি না ঘরে, চিন্তা ভরে না মোটে ,
হাটে-মাঠে-ঘাটে একই কথা, আগে সুদিন- তার ভোট -
সংসার-মহল্লা-গঞ্জ, সবই সরস বেশ, গরম গরম মোট ।


বাসন মাজতে মাজতে সংঙ্গি সাথীর সনে জল্পনা -
পুকুর পাড়ের , রমণীর মন , রঙিন আভায় আয়না ,
এবার নেতা দানেতে উদগ্রীব দেবেন নুতন উপহার -
জনতার মন জয়ে নেতা দেবেন দান হাজারে হাজার !


খাঁটি ঘিয়ের কড়াই ,মাছভাজা, সুগন্ধে গৃহ ময় ময়
চারিদিকে সাধু-সাধু রব কেবলি শোন নেতার জয়-জয় ,
এই বুঝি থালায় দুগ্ধ আমসত্ত্বে হাপুস-হুপুস শব্দ
বেকার, সমস্যাশূন্য , আশা-আঁখি ,শান্ত, মন-স্তব্ধ !


সাত জনমের দুঃখ-দৈন্য সব শেষ , সুখে ঘরকন্যা -
নেতার সৎকার-স্বাগত, কাতারে, করজুড়ে, ধন্যা-ধন্যা ,
আহাঃ ! কি রূপ-শ্রী বদনাভা, সাক্ষৎ যেন দেব-জনার্দন
এবার তিনি ভোট পেলে আনবেন পর্বত- সে গন্ধমাদন !


দুঃখ হবে দূরভিত সরস হবে জীবন পথ, আগে ভাগ্যে
লোক আহার নিদ্রা ত্যাগে ,নেতার পিছু উৎসাহে ভাগে ,
মৌসুমী কোকিলের কুহু রবে জনতা সুখে বসন্ত বাহারে -
সুখস্বপ্ন মোহে নেশাগ্রস্ত, চেনে না সে পূঁজিবাদ, ঘূর্ণাক্ষরে !


(০৭-০৪-২০২৩)
কাতারে > লাইন দিয়ে ।