তাল দেয় অনেকে
পর-অনিষ্টে বিড়ালচোক্ষু , তাকে তাকে -
গাছে তুলে সিঁড়ি কাড়ে ;
কার লাভ ? সে স্বভাবি তালবাজ
আনন্দ কুড়োয় ফাঁকে ।


এ ধারা মানুষ্যকুলে-- জেঁকে
নিজের দুর্বুদ্ধিতার শখে
সমাজে ভাঙন-অধঃপতন—ডাকে ।
আরো লাভ তালবাজের
উন্নতির শ্রেষ্ঠ সোপান
জ্ঞান ও আর্থিক উন্নতির মান
তার সব গুণ করে লোপাট ,
ভরে ব্যাধি হিংসা, অমানবিক ধ্যান
এ ভাবে নীচে নামতে হয় তাকে ।


(০৭-০১-২০২৩)