যে বিরহ মধুর হয়ে আমার কানে বাজে
সে বেদনা বিধুর হয় গো ব্যথার আওয়াজে
চাইনা আমি পথের পথিক পথ করেছে ভুল
শূন্যতার এক শব্দ মেনে বিরহ কবুল


একটি পাতার ঝরে পড়া কবির বেতাল গান
কল্পলোকে গল্পজোটে হলুদ পাতার দান
ফুল ফুটেছে সুর ধরেছে বনের বেলাজ কোকিল
সুরের গলায় দূরের পথিক পাখির সাথে মিল


যার বিরহ তার কাছে যা আমার কিছু চাইনা
সেই কথাটা বলবি তারে, কোন কারণে যাইনা
আমার সাথে ব্যথারা যেই জীবন বাজি ধরে
মধুর সেই বিরহিয়া আমার হয়ে লড়ে


২২/০৬/১৭
০১:১৫ রাত