আমার শরীর যেন নোনাজলে ভেজা পেঁজা তুলো
চোখের জলের কোন স্পষ্ট সীমারেখা টানিনি
জল খোঁজে নিরিবিলি ঝরে পড়ার পথ গুলো
নিজস্বতা নেই বলে এটাও মানতে পারিনি


সুখ যেন বেহুদা লগন গাঙচিল দূরে যায় উড়ে
আকাশ হবার কথায় নদীও আনন্দে উপচে পড়ে
এত জল এত ঢেউ তবুও বক্ষে ধরে আকাশ
কিসে তার কপাল খুলে তার পানে ফিরে ফিরে চাস