আমার না হয় এভাবেই কেটে যাবে নির্ঘুম রাতগুলো ,
তোমার চোখে তবু ঘুম থাকুক পূর্ন ।
বিশ্বাসের  ঘরে আগুনের লীলা খেলায় ঠকালে ,
না হয় সব কষ্ট আমিই নিলাম, তুমি  থাক সুখে ।


তোমার ঠোঁটে একদিন আমার ঠোঁট ছিল ,
উন্মাদের মত ভালবাসা ছিল ।
একসাথে দুজন জ্যোৎস্না দেখতাম পূর্নিমায় ,
মহুয়ার বনে আনন্দ-গানে কাটত মধুর সময় ।
কি দিলে   অবশেষে আমায়  ,
কি পেলে বিষের নেশায় ।
কষ্ট দিয়ে কিসের এত সুখ পেলে ,
একাকিত্ব কি  ভাল আমার চেয়ে ।



আজ আমার সময় কাটে বিষন্নতায় ,
প্রতিটি মূহুর্ত থাকে  অমানিশার আঁধারে  ডুবে ।
না ভাল লাগে গান , না ভাল লাগে কবিতা
তোমার শুন্যতা কি দিয়ে পাবে পরিপূর্নতা ।


রাত কি থাকে ভাল চাঁদ  বিহনে
পাখি কি গায় গান একাকি ভুবনে ।
নদী কি সুখ পায় সাগরের মোহনায় না মিলে ,
তেমনি তোমাকে ছাড়া রহিব আমি কেমনে ।