আজকাল আর হৃদয় ভরে
মনের সঙ্গে কথা বলা হয়ে উঠে না ।
বিস্তীর্ণ আকাশটা যেন ক্রমশ
হয়ে যাচ্ছে সঙ্কীর্ণ ।
কল্লোলীনি প্রবাহের স্বতঃস্ফূর্ততা
হারিয়ে যাচ্ছে গতিপথের মোড়ে ।


কথাকলি, তুমি হয়ে উঠো
অনন্ত এক হৃদয় ঝর্ণা,
নতুন এক দিকচক্রবালে
সঙ্কীর্ণ আকাশটাকে
করে তুলো প্রশস্ত ।
স্রোতস্বীনি হয়ে আবার ও
করে তুলো পৃথিবীকে প্রাণবন্ত ।