সেই কবে নিজেকে হারিয়েছি তোর ঘামে
তোর দামে নিঃশ্বাসের বিশ্বাসে ......
তুই হাসলে আমিও হাসি।
তোর কান্নায় বড়ো ইচ্ছে হয় কাঁদতে
নিজেকে খুঁজে পাই তোর মাঝে.....


আজো কতো নক্ষত্র ঝরে পড়ে রাতে
আকাশে উল্কাপিণ্ডের গল্পে হারিয়ে যায় অতীত ।
আজ কালের অফিসের ব্যস্ততায়
কম বেশী আমরাও বাঁচি আছি এক সাথে.....
নিজেকে খুঁজে পাই তোর মাঝে......


সব অভ্যেসেই চাই তোকে
সকালে চায়ের কাপে একসাথে চুমুক দেওয়া...
বিন্দু মাত্র স্পর্শে মুচকি হেসে হারিয়ে যাওয়া ....
ঘন ঘন ফোনে আবার এক হওয়া ....
কেমন আছিস ভালো আছি  সব সংলাপে
নিজেকে খুঁজে পাই তোর মাঝে.....


নিখোঁজের পরিচয়ে তুই আর আমি
ঘুরি ফিরি অবিরত নিরুদ্দেশে দুই পা নিয়ে ...
যখন তোর ছায়ায় পা রেখে দেখি নিজেকে
মনে হয় অনন্ত কালের প্রতিবিম্বে সভ্যতা কাঁদে
আমি নিজেকে খুঁজে যাই তোর মাঝে .......