তুই, আগ্নেয়গিরির ফুটন্ত লাভায়
তোকেকি, স্পর্শ করতে পারি, এই রতি সভায়?
কিংবা, রঙ বদলানো গিরগিটির বারান্দায়,
তোকেকি,বাসতে পারি ভালো,ক্ষুন্ন আশায়?
সকাল সন্ধ্যা, যে বায়নায় আমি ঘ্যানঘ্যান করি
ভালোবাসি ভালোবাসি বলে, কান খাই তড়ি-ঘড়ি
এক রাশ চুম্বনে আলিঙ্গন, ভোরের আলো পেয়ে
বেঁচে থাকার স্বপ্নে চোখ-মুখ, ঝাপসা বেলা নিয়ে
জানি, সব মিথ্যে সাদা থান জড়ানো প্রনয়
সত্য, শুধু গামছা গায়ে হেলান দিয়ে রোদ পোহায়
তাই দেখি, শুনি রোজ রোজ
হারিয়ে হাসি মুখ, হয়ে তুই নিখোঁজ
স্টেশনে সন্ধান, পেটের জ্বালায় ভিক্ষা চাইতে
বৃদ্ধাশ্রম দেখি,ছানি পড়া চোখে মৃত্যুর দিন গুনতে
প্রতিবন্ধী গাছের ডালে, নতুন পাতায় পাতায়
পাখিদের দল ঠোঁট বাঁকিয়ে ব্যস্ত, কবিতা লেখায়।