মেঘের ফাটলে আটকে থাকা
তোমার মৃত্যুর প্রমাণ পত্র-
ঝলসানো কবিতার লাইন
অপেক্ষা, তৃপ্তির এক পশলা বৃষ্টি।
চোখের জলে বড়ো হওয়া চারা গাছ
শুকিয়েছে বুকের যন্ত্রণায়
জীর্ণ হলুদ ঘাসের চাদরে
শুকনো চাউনি, আষাঢ়-শ্রাবণের
অপেক্ষা, মুষল ধারায় ঝরবার।
রাস্তার ধূলি কোনায় লুকোনো ব্যাকুলতা ,
শরীরের ঘামে জমে থাকা ব্যাকটেরিয়া ,
চিকিৎসা দীন দুপুরের ক্ষত-বিক্ষত,
খটখটে রৌদ্র প্রহর
অপেক্ষা, শ্রাবণের স্রোতে নেমে আসা ।
বিন্দু বিন্দু তৃষ্ণা - ধুয়ে যাক
থকথকে আষ্টেপৃষ্ঠে জড়ানো ক্লান্তি,
হত্যা-আত্মহত্যার মাঝামাঝি
দিন যাপনে মেঘলা আকাশ
আয় বৃষ্টি ঝেঁপে
ধান দেব মেপে
শান্তির নিঃশ্বাসে থমকে যাক
মধ্যবিত্ত এক ব্যস্তক্ষণ।