(৪৯)
উজ্জ্বল ফরসা বেলা যদি নিভে নাও রবে ডুবে রজনীর সুরমায়
যদি দৃষ্টির আড়াল হয়ে যাও স্মৃতি হয়ে রবে ডুবে নয়নতারায়।
যদি মিটি মিটি নিভে যাও ঢলে পড়িবে এক ফোঁটা অশ্রবিন্দু
ভালোবেসে প্রদীপ জ্বেলে রাখিবো তোলে মনের মনিকোঠায়।


(৫০)
প্রদীপ জ্বলে এলে ছায়া তলে নবনব জাগরণে এসো নারী বিচিত্রা
আলোয় হলো আঁধারির ঠাঁই বিভাবরী জাগর আকাশ তারা প্রমত্তা।
সময়ে দেখায়ে গতি দেহে জীবন ফুলে রঙ ঊষার ভালে রোদসী
নিতলে তুমি ফুঁ দিলে আকুল দূলে অতৈ সাগর তলের মুক্তা।


(৫১)
তুমি আগে তুমি খাঁটি কায়া, প্রকৃতি ছায়া, তোমার মাঝে হলো সারা
অনন্তনীলায় ভাস্বর রবিইতো নেমে আসে আঁধারে বহে আলো ধারা।  
জাগ্রত চেতনায় তুমি এত উঁচু তব কোলে দূলে আকাশ তারা চন্দ্রিকা  
তুমি সর্বাঙ্গ, পূর্ণ পরাণ, তুমি না হলে সব পেয়েও আমি সর্বহারা।