জোছনা ভিজা ঘাসের ডগায়
নীলা পরী খেলে ছোট্ট
শিশির কণায় হাওয়ায় মিশে যায়  
আজ হলো কী, কী হলো বনানীতলায়?
কাঁচা সোনা ঝরে রবি জলকেলে
নেমে আসে বাদল মেলায়।


কতনা সুরে বনলতার ধারে
সবুজ পাতার ফাঁকে ফাঁকে
সব শালিক-ময়না-টিয়ে
নেচে গেয়ে বেড়ায়।
আকুল হাওয়া কানে কানে
বাজিয়ে এমন মধুর বাঁশরী
কোন সুদূরে যায়?