জীবনযুদ্ধে হাঁপিয়ে উঠা ভোলা
আমায় বলে বাড়ছে শুধু ঝোলা
আমি বলি: অবাক ব্যাপার!
বিষয়টি ঠিক নয়তো ক্ষেপার।
:দেশ-বিদেশের কতো রকম লোকে
তোমায় না'কি অালসে বলে বোকে?


ভোলা ভাইয়ের বগলতলায় ছাতা
বৃষ্টিজলে ভিজায় না আর মাথা
আমি বলি: এই বেশে!
যাও তুমি কোন দেশে?
:যে দেশে নাই বুদ্ধিজীবীর বোঝা
দিনশেষে আজ সে দেশটা খোঁজা।