সুন্দর তোমরা, যেন বিশ্বসুন্দরী
নিজেরাই হলে নিজেদের রূপের প্রহরী
রানি হও অথবা চাকরানি
দৃষ্টিতে আমার, সকলেই সৌন্দর্যতায় ধনী
অপূর্ব আলোতে শান্তিময় ছায়া
মনে হয় যে, তোমাদের রূপেরই মায়া
বিচিত্র রূপের ভান্ডার তোমরা
তোমরাই সকল প্রজন্মের গোঁড়া


তবে রূপের মোহ আছে এ জগৎ সংসারে
তাহলে সৌন্দর্যতাই কি সবকিছু পারে?
রূপের মূল্য যেন অমূল্য
রূপহীন কি পায়ের ধুলো?
রূপের জন্য কি করতে হয় সাধনা
রূপচর্চাই কি সৌন্দর্যের গহনা!
রূপহীনকে নিয়ে করো না খেলা
রূপহীনকে করো না অবহেলা
তোমরা একত্রে সৌন্দর্যের মেলা।


পারলে নিয়ে নাও সঠিক পথের মাপ
মনে করো না- "সৌন্দর্যতাই পাপ"!
জনসম্মুখে তা প্রকাশই- "অপবিত্রতার ছাপ";
পবিত্র হয়ে চলো সবাই
বলো, "সৌন্দর্যতাকে আরো বাড়াই"।