চাবি আছে, ধৈর্য্যের চাবি
পাবি তুই অমৃত ফলের ছবি।
যদি তুই করিস ধারণ একে
পাবি তুই যন্ত্রণার স্বাদকে
থাকবি তুই এর সাথে
যদি সুঁই- বাবলা গাঁথে
পাবি তুই ধৈর্য্যের স্বান্তনা
দিয়ে যাবে তোকে প্রশান্তির মন্ত্রণা
অটল-অবিচল হবে এর পদ
থাকবে বহু আপদ- বিপদ
তবুও দিয়ে যাবে তোকে আশ্বাস
নে তুই শান্তিতে নিঃশ্বাস
বুকেরে করে নে শক্ত
হয়ে যাবি তুই ধৈর্য্যের ভক্ত।


সব বাঁধা- বিপত্তি কাটিয়ে
নিবি তুই ধৈর্য্যের ফলকে কুঁড়িয়ে,
পাবি তুই সফলতা
থাকবে না আর বিফলতা,
কাজ করবি তুই নৈতিক
হয়ে যাবি ধৈর্য্যের প্রতীক।