এ জীবন গল্পের পূর্ণতা পেয়েছে
জীবন জীবিকার মেলায়
অপূর্ণ মনটি শুধু আজও ভেসে বেড়ায়
ভালবাসিবার বেলায় ।


আজও জানি না ‘তুমি’টা কেমন,
কোথায় যে তোমার বাস
সেই তোমাকেই খুঁজে ফিরি অকারণে,
জানি এ যে ব্যর্থ প্রয়াশ ।


নাটকে কবিতায় অথবা কল্পনায়
গল্পেও তোমাকে পাওয়া যায়
সেই তোমাকে সাজাই জোছনায়
কিনবা রঙের আল্পনায় ।


তবে কেউ যদি আসে
অপূর্ণ মনকে দোলায় উদাসী বাতাসে
তবুও গল্প কবিতার, ঐ মায়াকেই খোঁজে
ভালবাসিবার প্রয়াশে ।