কেমন দেশে থাকিরে ভাই, অসঙ্গতির কোন শেষ নাই
জ্ঞাণীরা থাকেন পেছনে পড়ে,মূর্খরা সব করে বড়াই
গরিবেরা মরে উপোষ করে, বিত্তশালী করে খাই খাই
দোষীরা চলে বুক ফুলিয়ে, নির্দোষীদের স্হান নাই।
 
রাজনীতিতে আজ ঘুনে ধরেছে, নীতি বলে কিছু নাই
নেতাদের শুধু জাত আছে অন্যদের কোনো জাত নাই
কালো টাকা অনেকের'ই আছে সাদা টাকা আর নাই
মিথ্যের কথারও ধাঁর আছে, সত্যবাদীর দাম নাই ।
 
এমন কি আর কোনো দেশ আছে, জানতে শুধু চাই
সংবিধানে সবই আছে লেখা প্রয়োগের বেলাতে নাই
আঁঙ্গুল ফুলে সবে কলা গাছ হয়, নেতা হয় সবাই 
নীতির কথা আছে লিখা, তবে নাই তো নীতির বালাই।


স্বাধীন দেশের মানুষ হয়েও, স্বাধীনতা কোথা পাই
রক্ষকরা আজ ভক্ষক যেনো, বিশ্বাস বলে  কিছু নাই
শুধু বুভুক্ষের দল, যে দিকেই যাই যে দিকেই তাকাই
কোটি মানুষের ভিড়ে আমায় ঘিরে ধরে নিঃসঙ্গতাই।


নিজের দেশের ভালোর জন্য কত মানুষই স্বপ্ন দেখেছিলো
দূর্নীতির এই অভারণ্যে, সব কিছুই হয় যে এলোমেলো
এমন করেই দেশটা যে ভাই পিছিয়ে গেছে নিজেদের দোষে
কতটা যুগ গচ্ছা দিলে, এই জাতিটা ফিরবে আবার হুশে।