পাখির সাথে সখ্যতা তার সেই অনাদিকাল থেকে,
বনের মাঝে ফুলের ঘ্রাণে মন যে বিভোর থাকে !!
দোয়েল কোয়েল শ্যামা টিয়া মনজুড়ে গান গায়,
হৃদয় মাঝে স্বপ্ন বুনে শ্যামলা মায়ের ছায় !!
ফড়িং নাচে তিড়িং বিড়িং সবুজ ঘাসের পাতে,
নুপূর পায়ে গাঁয়ের মেয়ে ছুটে তাদের সাথে !!
পথের পাশে নাম হারা ফুল চেয়ে চেয়ে হাসে,
চঞ্চলা মেয়ে নেচে গেয়ে থাকে ওদের পাশে !!
সেই মেয়েটি খুঁজে বেড়ায় তাহার প্রিয় গাঁও,
হৃদয়ে তার রক্তক্ষরণ তোমরা দেখে যাও !!
ইট পাথরের কারাগারে বন্দিনী তার মন
সবুজশ্যামল গাঁয়ের পথে তাকিয়ে নিশিদিন !!
কেমন অাছে পাখপাখালি খেলার সাথী ওরা,
সব কিছুই জানতে তাহার মন যে দিশেহারা !!
উদাস চোখে তাকিয়ে থাকে কেউ যদি নেয় খোঁজ,
কিন্তু সে যে নিস্ফল রোদন মনে মানেনা বুঝ !!


০৪ বৈশাখ ১৪২৪।