এমনটি দেখতে চাইনি আমি,
যা দেখে মন কাঁদে।
        তুই কেন আজ দিবিরে পা,
        পুড়ে মরার ঐ ফাঁদে।
জয় তো জয় হবেইতো জয়,
দুই দিন আগে কি পরে।
         ভাঙ্গবে গড়বে এইতো দুনিয়া,
         কেউকি বলেনি তোরে।
বনের বাঘে খায়নি তোরে,
খেয়েছে মনের বাঘে।
         করি হে মিনতি আয় ফিরে আয়,
         যেমনটি ছিলি তুই আগে।
করিসনে হেলা যায়রে বেলা,
রাস্তা অনেক বাকী।
       বন্দু বলে আজ তোরি আশায়,
       পন্থ চাহিয়া থাকি।
হতে হবে পার সামনের আধার,
তারপর রয়েছে আলো।
        আয় চলে আয় লক্ষি সোনা,
         তুই যে অনেক ভালো।।