(১).
আমি হেঁটেছি ঘুমিয়ে থাকা
বালুচরে সাঁজের বেলায়,
আর কিছু বালুর ঘুম ভাঙ্গালাম
পায়ের ছোঁয়ায়।


(২).
ঘাসের ডগায় শিশির কণা
করেনি তব টলমল,
সূর্যটা হয়নি যে
এখনো আলোকজ্জল।


(৩).
আমার গোছালো চুল আগোচালো
করে দিল স্নিগ্ধ বাতাস,
বাতাসের শীতলতায় বুঝেছি
আছে কোথাও পাশে নদীর আভাস।


(৪).
নদীর পাড়ে  এসে দেখি
নৌকা সব ঘাটে বাঁধা,
মাঝিরা কেউ কোথাও নেই
নেই পাড়ে উষ্ণতা।


(৫).
ফুটে আছে কলমি ফুল
নদীর কিনায়,
জল তার ঢেকে গেছে
কচুরি পনায়।