হঠাৎ দেখা দূর নির্জন প্রান্তে !
তোমার সাথে !


 সেই কবে একান্তে----
হেঁটেছি পথ, আন্দোলিত হিয়া
দোঁহে কুড়িয়েছি অলস কুসুম
ভরিয়ে তুলেছি শূন্য আঁচল
নিবিড় স্পর্শে গেঁথে !!


সে দিন আকুল একূল ওকূল
তোমার আমার গানে---!
বিশ্বভুবন বেজেছিল সুরে
এ দুটি তুচ্ছ প্রাণে।


হঠাৎ ঝড়েতে বাঁধন ছেঁড়া পাতা
উড়ে চলল দিকহারা কোন পানে--!
ভাঙনের স্রোত ভাসিয়ে নিল, দুটি
ক্ষুদ্র হিয়ার স্বপ্নিল কথকতা।


সময়ের স্রোতে ভেসে গেছে চেনা সুর,
চেনা শব্দেরা আজ যে বড়ই ফিকে,
 নীরব অশ্রু জীবনের কিছু দেনা
ভাসিয়ে দিয়েছে, স্মৃতি জলে বহুদূর।


হঠাৎ দেখা দূর নির্জন প্রান্তে
দাঁড়িয়ে দুজনে, তবু দূর... বহু দূর
চোখে এলোমেলো শত প্রশ্নের বন্যা
নির্বাক মন ভাষা খুঁজে ফেরে একান্তে।