পাহাড় চূড়ায় ওড়না ওড়ায় মেঘ
নতুন পাতায় দখিনা হাওয়ার বেগ,
খোলা কপাট, উড়ন্ত দিন-রাত--
আজ অকারণ চাইছে তোমার হাত।


মাড়িয়ে এসো অনেক ঝরাপাতা
উড়িয়ে এসো রুক্ষ পথের ধুলো
 ছেঁড়া শব্দে গল্প লিখি রোজ----
এখনো চোখে গল্প শেষের খোঁজ।


হাতছাপে এই বসন্ত বিপ্লব
অগোছালো মনে এলোমেলো সংলাপ
খুঁজে ফেরে সেই হারিয়ে যাওয়া দুল,
পাথরের খাঁজে একটা রঙিন ফুল।