একটা পাহাড়, একটা নদী
বন্ধু ছিল, বলতো যদি
তাদের গল্প কথা,
দুলতো হৃদয়, শুনতে যদি
তাদের মনের ব্যথা।


সমতলের কত কথা
বলত নদী ভেসে
পাহাড় তলে এসে।
উঁচুর দেশের সব ঠিকানা
পাহাড় দিত হেসে।
পাখপাখালির মুখরতা
বাতাস মেখে গায়ে
পাহাড়টারই পায়ে
ছুঁয়ে দিত আলতো আদর
আনন্দে ঢেউ ধায়।
ঝর্ণা যেত, যখন খুশি
ঝরতে তাদের কোলে,
দুষ্টু মিষ্টি জলে,
 সকাল বিকেল, ভরতো গানে
 একটানা সুর তুলে।


আমি ছিলেম, একলা পথিক
সঙ্গীহারা কবি
মন ভরাতো তাদের প্রেমের
ছন্দ সুরের ছবি।
দিনের পরে দিন কাটতো
কত সকাল,বিকেল
আমার একলা বয়স বাড়তো
আনন্দে উদ্বেল।


উন্নয়নের বাঁধ উঠলো
শুষ্ক নদীর চর
দম আটকে শীর্ণ নদী
চোখের জলে ভাসিয়ে নিল
বহু মানুষের ঘর।
এগোয় মানুষ, বিশ্বায়নে
 কাঁপল ধরাতল
শান্ত পাহাড় রক্ত ঝরায়
অসংখ্য ফাটল।
বইছে আজ উল্টো স্রোতে
রুগ্ন ঝর্ণা মাসি
সেই কলতান হারিয়েছে আজ
সেই পুরাতন হাসি।


আমি আজও একলা বাঁচি
সঙ্গী করেছি প্রগতি,
স্মৃতির পটে অমলিন আজো
ছন্দ সুরের প্রকৃতি।