অনাহারির আহাজারি কলহ বিবাদ
স্বজনে স্বজনে বাড়ে যোজন দূর
মেঘে মেঘে ঢেকে যাওয়া পূর্ণিমা রাত
বাতাস ভারী করা শত কষ্টের সুর
দেখে দেখে কেটে গেছে সেই কৈশোর
যেখানে হোঁচট খেয়ে থেমে যায় দোড়।
দুরন্ত দুর্বার বিকেল একদল ছেলে
গোল্লাছুট ডাংগুলি আকাশে ঘুড়ি
ঘুম এলে ফুল পরীর আসা পাখা মেলে
কে জানতো সব তার হয়ে যাবে চুরি
তারপর রংহীন হাজার প্রহর
আকাশটা বদলানো এক কুড়েঘর।
রোগে শোকে অসহায় কতো আর্তনাদ
স্বাক্ষী আছে তার বোবা দুটি চোখ
কালের কালো ঘরে মরা প্রতিবাদ
মরেনি আজও সেই চেনা দুর্ভোগ।
হাসির আড়ালে কষ্ট বড় অজানা  
দুফোটা জল ছাড়ে সমুদ্র সীমানা।
২ এপ্রিল, ২০১৫
কালিহাতী, টাঙ্গাইল।