কবিতা দেখবে কি আজ রাতের আয়নায়
ঘর ছেড়ে চলে আসো সাদা আঙিনায়
মেঠোপথ ঘেষে বিজন ফাঁকা ময়দান
মেঘে মেঘে চলছে হেথা জোছনাদের গান।
আলো মাখবে কি গায় একা নিরালায়
তবে ক্ষণিক দাঁড়াও গ্রীলে বন্দী বারান্দায়
আবছা গাছের পাতায় ঝিরিঝিরি সুর
তোমাকে নিয়ে যাবে দূর বহু দূর।
চেয়ে দেখো আরো দূরে কেহ ডেকে যায়
হারাতে চাও কি তুমি পরীর ডানায়
এসো তুমি ঘুম ভুলে খোলা জানালায়
আকাশ আজ সেজেছে এক অপার্থিব কবিতায়।


১০ আগস্ট ২০১৪, সাতুটিয়া, কালিহাতি, টাংগাইল।