শুয়ে শুয়ে  জানালার ওপাশে চোখ
আকাশটা সত্যি অদ্ভুত মনকারা
আর গাছগুলোয় কী যেন হয়
আমার দৃষ্টি হারায় অচিন কোথাও।
সুদূর নীল ডাকে আয় চলে আয়
বদ্ধ ঘর আর শেকল পায়
একুরিয়ামের মাছ যেমন খুশি সমুদ্র পেয়ে
রোদে ভাসা চিল আকাশ পাওয়ার আনন্দে গান গায়।
জানালার ওপাশে যদি থাকতো একজোড়া ডানা
মেঘের ওপরে হতাম এক আকাশ নীল।