ধীরে ধীরে তুমি কখন যে
অভ্যাসে পরিণত হয়েছ,
আমি নিজেও বুঝিনি।
তুমি বিশ্বাস কর,
তোমাকে ভুলতে আ মার-
চেতনাকে বাধা দিতে পারিনি।
তোমার স্পর্শ আমার ঠোঁটে,
দিয়ে যায় শিহরণ।
উষ্ণতায় মাতিয়ে রেখে,
মাদকতায় বরণ।
তোমার অনুভূতি আমার হৃদয়,
হিম করে যায়।
তোমাকে তখন না করা,
এ হৃদয়ের দায়।
কিন্তু প্রয়োজন শেষে তুমি,
অকেজো বস্তু ছাড়া আর কিছু নও।
কারন তুমি একটি জ্বলন্ত সিগারেট।


ধীরে ধীরে তুমি কখন যে
অভ্যাসে পরিণত হয়েছ,
আমি নিজেও বুঝিনি।
তুমি বিশ্বাস কর,
তোমাকে ভুলতে আ মার-
চেতনাকে বাধা দিতে পারিনি।
তোমার স্পর্শ আমার ঠোঁটে,
দিয়ে যায় শিহরণ।
উষ্ণতায় মাতিয়ে রেখে,
মাদকতায় বরণ।
তোমার অনুভূতি আমার হৃদয়,
হিম করে যায়।
তোমাকে তখন না করা,
এ হৃদয়ের দায়।
কিন্তু প্রয়োজন শেষে তুমি,
অকেজো বস্তু ছাড়া আর কিছু নও।
কারন তুমি একটি জ্বলন্ত সিগারেট।