মুহূ্র্তরা বাঁধে অতীতের অনুভূতি
নষ্ট ভালোবাসা হিসেব কষে লাভ ক্ষতি,
তুমি চলে গেলে, যে বকুলের গন্ধ মেখে
বেঁধেছি সেই গন্ধের অনুভবে তোমাকে।


উদাসী হাওয়ারা জানলায় কড়া নাড়ে
নীলচে আলো, ফাঁকা পকেট, দীর্ঘশ্বাস ছাড়ে,
তুমি চলে গেছ যে কালো রাতের হাতছানিতে,
সেই রাতে তোমায় খুঁজি ভালোবাসার তলানিতে।


ধূসর বিকেল আমার একলা ছাদে নামে
তোমায় ঘিরে কত চিঠি পাঠাই উড়ো খামে
তোমার প্রতিশ্রুতি জমিয়েছি যে বইয়ের ভাঁজে
ছুঁয়েছি তোমায় সেসব মিথ্যের অন্তরাল সাঁঝে


আমার আমি,নিঃস্ব তোমায় ভালোবেসে
প্রতি পলকে তোমার কথারা কানে ভাসে
বৃষ্টি বসন্তের একছাতার অন্ধকার যখন গাঢ়
মনের খাঁচা শূন্য করে তুমি তখন অন্য কারো।


ভুল গুলো সরিয়ে হাত রাখবে আমার হাতে?
নিয়ে যাব একবার তুমিময় আমার পৃথিবীতে
আমার পরিচয় হয়তো এখন তোমার প্রাক্তন
কিন্তু, আমার শেষ নিঃশ্বাসেও অপেক্ষায় থাকব,
আবার তুমি নিয়ে আসবে কবে তোমার আমার সেই মহেন্দ্রক্ষন।