তোর কি আজ ভীষন মন খারাপ মধ্যরাতের প্রিয়ভাষিনী ?
নিঝুম রাতে
বাকাঁ চাঁদের সাথে অভিমান করেছিস?
বেহালার সুর কি অাজ বেসুর মনে হচ্ছে ?
বীণার ঝংকার বা নূপুরের তাল মিলিয়ে যাচ্ছে তোর থেকে?
প্রিয় বেলী ফুল গুলো এনে দেই
দেখবি সৌরভে ছুয়ে যাবে হৃদয়ে-
কি এখনও মনটা ভালো হয় নি প্রিয়ভাষিনী?
তোর একটি প্রিয় গান শুনবি শ্রীকান্তের-
তা হলে কি মন ভালো হবে প্রিয়ভাষিনী ?
আমি ছাড়া আর কেই বা জানে তোর প্রিয় গানের প্রথম লিরিকের ছন্দটা
আচ্ছা প্রিয়ভাষানী একটা গল্প শুনবি গল্প-
গল্পটার মাঝে আছে হরেক ধরনের রোমাঞ্চপূর্ণ কাহিনীচিত্র-
কি এখনো কি মন খারাপ প্রিয়ভাষিণী ?
একটা কবিতা শুনবি কবিতা-
লেখক কে জানিস সুনীল গঙ্গোপাধ্যায়ের ভালোবাসি,
ভালোবাসি কবিতাখানি-
কি প্রিয়ভাষিণী মন ভালো হলো-
অভিমান ভাঙলো ?
এবার একটি বার করে হলেও বলে দে মনটা ভালো হয়েছে-
অসুখ করে নি মনটিতে ।