এক পুরুষের স্পর্শ পেলে অন্য পুরুষকে ভুলে যাওয়া নারীর ধর্ম!
নারী প্রথম পুরুষের স্পর্শ ভোলে না।
আমার ঠোঁটের কলঙ্ক তোমার ঠোঁটে রেখে দিলে,
তুমি আর ঘূনাক্ষরেও আমার হবেনা।
গত শীতেই চোখ রাঙিয়ে তুমি অন্যের হয়ে গেছো।
শীতের চাদর বদলানোর মতো যাদের প্রেমিক বদলানোর স্বভাব,
তাদের লায়লী মজনুর প্রেম কাহিনী শুনিয়ে লাভ নেই।
নষ্টামি মনের মধ্যে থাকলে বোরকা পড়েও নষ্টামি করবেই। নষ্টারা কান্না বোঝেনা, আবেগ তাদের কাছে জলের মতই সস্তা ।


আবেগ দিয়ে দুই চার লাইন কবিতা হলেও সংসার হয় না। তুমি আমার প্রেমিকা বলার আগে তুমি আমার বন্ধু বলতে শেখো।
যার সাথে সম্পর্কে আছো তাকে বোঝাও,
-পৃথিবীতে নিয়তি নামে একটা খেলা আছে।
নিয়তি যদি তোমাকে আমাকে এক না করে,
বন্ধুত্ব বাঁচিয়ে রেখো।
'তোমাকে ছাড়া বাঁচতে পারবো না', কখনো বলো না।
তাকে শেখাও, বুঝাও,
নিয়তি না চাইলে তোমাকে আমাকে একাই থাকতে হবে। অন্যের খাঁচায় বন্দি হয়ে হলেও তুমি সুখে থাকবে।
তুমি সুখে থাকলে আমার মুখে হাসি থাকবে।
আমার মনে শান্তি থাকবে ।


কালবৈশাখী ঝড়ে ঘর ভেঙে গেলে দেখবেন,
ভিঁটেমাটি থাকে।
সেই ভিঁটেমাটি আঁকড়ে ধরে আবার নতুন করে ঘর সাজিয়ে নিন।
সম্পর্কের ক্ষেত্রে একই,
বিচ্ছেদ হয়ে গেলেও সম্মান হারাতে দিয়েন না।
সম্মান টুকু আঁকড়ে ধরে বেঁচে থাকুন।
মানুষ মরে গেলেও ভালোবাসা মরে না ।


কখনোই কারো উপর সম্পূর্ণ নির্ভরশীল হবেন না।
প্রিয় একটা সময় প্রিয় থাকে না।
বৃষ্টিতে একাই ভিজতে হবে,
সবসময় কেউ একজন মাথার উপর ছাতা ধরবে না  ।
জ্বর চুমু তে সেরে উঠেনা,
এন্টিবায়োটিক লাগে প্রিয়।