বসুন্ধরা আমার
সুদূর ইরাক হতে কোরিয়া
অথবা লেবানন থেকে আফগানিস্তান হয়ে কুয়েত ।


তোমার প্রসারিত নয়নের জল কোথায় গো ?
তবে কি শুকিয়ে গেছে, চরা গুলির শব্দে
বোমা আর বারূদের উষ্ণতায় ,তুমি কি মরে গেছ?
একটু কাঁদতে পারো না?
তোমার সজল নয়নে একটু জল ঝরে পড়ুক মাটিতে।


চেয়ে দেখো তোমার অবোধ সন্তানেরা
তোমার পাহাড় কে পাঠিয়েছে,বাতাসে বিষাক্ত ধোঁয়া মিশিয়েছে,
তোমার নদী কিংবা সমুদ্রের জল কে লাল রঙে ভরিয়ে দিয়েছে
তুমি কি তাদের এখনো ক্ষমা করবে?


তোমার লেবানন আফগানিস্থান কিংবা ইরাকের
বুকে যারা ছুরি চালিয়েছে,
তোমার অগণিত নিরীহ সন্তানকে যারা হত্যা করেছে,
যারা সাম্রাজ্য পঞ্জিয়ার মাটি দখলের খেলায় উন্মত্ত,
সেইসব নির্বোধ পশুদের তুমি  কি ক্ষমা করবে ?


চেয়ে দেখো-যারা তোমার মনুষ্যত্বের কোন মূল্য দিল না,
যারা কেড়ে নেয় মানবতার ধর্ম কে,
তুমি ক্ষমা করলেও ইতিহাস ক্ষমা করবে না ।


তোমার সৃষ্টিকে ,তোমার স্বপ্নকে, তোমার ফুলের মত শরীরে,
যারা মিসাইল বিধিয়েছে, বারুদের গুলি চার্জ করেছে,
আরেকটা হিরোশিমা ! তুমি কেন সহ্য করবে ?


শিখিয়ে দাও তুমি-
লেবানন মানে "আলো"-
লেবানন মানে "শান্তি"-
শত শত শান্তির বুকে
আবার জেগে ওঠো ।


আর বুঝিয়ে দাও ওদের
যুদ্ধ হিংসা নয় পৃথিবীতে মানবতায় শ্রেষ্ঠ
কারণ লেবানন মানে "বসুন্ধরা"
লেবানন মানে "আলো"।