কচি গাছটার উপর মাথা রেখে
শুয়ে আছে চাঁদটা,
মনে হচেছ ঘুমিয়ে পড়েছে।
আমি নিঃশব্দে ঘর থেকে বেড়িয়ে পরলাম,
তোমাকে খুঁজে পাওয়ার আশায়।
হঠাৎ চাঁদটা আমার পিছু নিলো
ব্যাশ্যা মেয়ের মত,
একবারে নাছোড় বান্দা ।


একদিন তোমাকে স্নান করিয়েছে
            ওর  জোৎন্সা,
কতবার দূর হতে তা উপভোগ
            করছি  আমি।
আর কতবার ওর স্পর্শে আবাধ্য
হয়ছে আমার মন ,শুধু তোমর জন্য।

তবু তুমি নষ্টামি করতে ছাঁড়োনি,
যা করে এসেছো বহুজনার সাথে।
তোমার নষ্টামি নষ্ট করলো
তোমার আমার সম্পর্ক
কিন্তু আজ ও আমি খুঁজি
পূর্ণিমা রাত্রে নষ্ট হওয়া সম্পর্ক
চাঁদকে সাথী করে ।।
____________________________________________________