আমরা”
শুধু তুমি চাইলেই
তুমি আর আমি মিলে
“আমরা” হয়ে যেতে পারি!
শুধু তুমি চাইলেই
ফেলে আসা দিন গুলোয়
আবার ফিরে যেতে পারি।
আমরা হয়ে উঠতে পারি আবার
তারুণ্যে উচ্ছল ঝগড়াটে যুগল
নাগরিক অসভ্যতায় অভিমানী পাগল।
অনায়েশেই আমরা হয়ে যেতে পারি
মধ্যবিত্তে সুখী ছাপোষা সংসারী
ঘর দোর ছাই পাশ – যাই রাঁধি তাই খাস
বলাকায় সিনেমা দেখি – বছরান্তে দুটি শাড়ি
হিসেবের সংসারে মাস শেষে টান পরে
তবু ওরা যেহেতু পারে, আমরাও পারি।
হোক না এমেটিসান, তোমাকে মানায় ভীষণ
আমি রাজ পুত্র হলে, তুমি ওতো অপ্সরী!


সামাজিক রীতি নীতি, ধর্ম ও রাজনীতি
ওই সব বুঝি কম, বুঝি প্রেম বুঝি নারী
অলি গলি পার করে- দু কামরার ভাড়া বাড়ি
বারান্দার টবে গোলাপ- চায়ের কাপে জমবে আলাপ
কাটবে সময় কাব্য গানে- বসন্ত সুর বাজবে প্রাণে
মান অভিমান খন অনুখন – ভালোবেসে কাটবে জীবন
তোমার আমার যা প্রয়োজন- রোজ বিছানায় সেই আয়োজন।
তুমি আমার পদ্মাবতী- তুমি আমার প্রথম নারী
তুমি যদি ভাল বাসতে পারো – আমি ও তো বাসতে পারি!