রবী ঠাকুরের সৃষ্টি তুমি বন্যা ,
তুমিই আমার কল্পনার অনন্যা ।
কতদিন খুঁজেছি তোমাই মোর কল্পনাই,
অবশেষে পেলাম তোমাই ফেসবুকের কোনায় ।
বহুদুরে থাকো তুমি আমার এখান হতে ,
তবুও মন চলে যায় তোমাই খূঁজে পেতে ।
কত গল্প করেছি তোমার সাথে মোর কল্পনাই,
আজ আমি পূর্ণ হয়েছি তোমাই বন্ধু করে পাওয়াই ।
বন্যা তুমি নও শুধু আমার কল্পনা,
তুমি আমার জীবনে পথ চলার প্রেরণা ।
মন চায় প্রাণ খুলে কথা বলতে তোমার সাথে,
হারিয়ে যেতে চাই  নিঝুম রাত্রে তোমার সাথে ।
কল্পনা আমার আজ বাস্তব রূপ পেল ,
তাই বন্যা আজ আমার বন্ধু হলো।।